মিয়া পারভেজ আলম (বাগেরহাট) প্রতিনিধি ঃ
মোল্লাহাটে করোনা ভাইরাস (কোভিড-১৯) সনাক্ত হয়েছে আরও দুই জন। এ নিয়ে মোট সনাক্ত সংখ্যা-১৮ জন। এর মাঝে মোট সুস্থ্য হয়েছে-১১ জন।
নতুন করে যারা সনাক্ত/আক্রান্ত হয়েছে তারা হলেন, উপজেলার নাশুখালী গ্রামের শেখ আতিয়ার রহমানের ছেলে মোঃ নজরুল ইসলাম (৬২) ও গাড়ফা গ্রামের সাইদুর রহমানের ছেলে নিশান (২১)।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই দুই জনকে তাদের বাড়িতে লকডাউন করা হয়েছে।
লকডাউন কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও ডাঃ আব্দুল আউয়াল ও এমও ডাঃ জব্বার ফারুকী।
দেবহাটায় ১০৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬
মিয়া পারভেজ আলম (বাগেরহাট) প্রতিনিধি ঃ
র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদরে ভিত্তিতে জানতে পারে যে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন খাস কামার গ্রামে কতপিয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বক্রিয় করার উদ্দেশ্যে অবস’ান করছে। এরূপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০৭ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ ৩টার দিকে খাস কামার গ্রামস’ মোঃ আক্তারম্নজ্জামান (৪৫), পতিা-মৃত মোহাম্মদ আলী মোলস্না, সাং-খাস কামার, থানা-দবেহাটা, জেলা-সাতক্ষীরা এর মুদী দোকানের সামনে অভিযান পরচিালনা করে আসামী মোঃ রাকিবুল ইসলাম(২২), পিতা-আব্দুল মজিদ, সাং-বহেরা, জলো- সাতক্ষীরাকে ১০৫ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হসত্মানত্মর করতঃ আইনানুগ র্কাযক্রম প্রক্রিয়াধীন।