
এই ড্রেনে পাইপ দিয়ে গবর নামানোর জন্য একদিকে পরিবেশ দুশিত হচ্ছে, অন্যদিকে মশার অত্যাচার ও চিকন গনিয়ার প্রাদুরভাব দেখা দিয়েছে। ছবিতে পরিবেশের অবস্থা দেখা যাচ্ছে। বারবার এই পরিবেসের অবস্থা তুলে ধরলেও কোন সুফল বয়ে আসেনি।এদিকে এই মহল্লাটা সহরের মাঝখানে, ফাষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এর সামনের পূর্ব


দিকের রাস্তা, ,বিগত দু যুগেও উন্নয়নের মুখ দেখেনি্।এরাস্তাটি মেহেরপুর পৌরসভার সবথেকে অবহেলিত রাস্তা।এবং ঘন জন বসতি মহল্লাহ।সচেতন মহলের প্রশ্ন, কি কারনে এরাস্তাটির উন্নায়ন হচ্ছেনা?মাননিয় প্রধানমন্ত্রি যখন সারাদেশে রাস্তাঘাট সহদেশের উন্নায়ন ওকরোনা মোকাবেলা করে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন এরাস্তাটির এ দুরঅবস্থা। বিগত নগর পিতা বারবার এই মহল্লার উন্নয়নের ওয়াদা দেওয়া সত্বেও কোন ব্যাবস্থা নেননী। আমরা আবারও আসা করব বর্তমান নগর পিতা ,মাননিয় প্রধানমন্ত্রির উন্নায়নের ধারা অব্যাহত রাখবেন।এবং এই অবহেলিত মহল্লার দিকে তার সুদৃষ্টি দেবেন। এবং এই মহল্লাহ বাসিকে পরিবেশ দুষন ও চিকুন গনিয়ার হাত থেকে
রক্ষা করবেন।
: