Monday , September 28 2020
Breaking News
Home / খবর / কুষ্টিয়ায় ইটভাটার মাটি চাপায় শ্রমিক নিহত

কুষ্টিয়ায় ইটভাটার মাটি চাপায় শ্রমিক নিহত

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ   : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইটভাটার মাটিচাপায় সজল (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাশিদুল (২৭) ও খলিল (৩৫) নামে আরো দুই শ্রমিক।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়রা বাজার সংলগ্ন গড়াই ব্রিকস্‌ এ ঘটনা ঘটে।
নিহত সজল মিরপুর উপজেলার বাসিন্দা এবং আহত রাশিদুল কুমারখালী উপজেলার চাপড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে ও খলিল একই গ্রামের কিয়েন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স’ানীয়রা জানান, সকালে গড়াই ইটভাটায় সজলসহ আরো ১০ জন শ্রমিক মাটি কেটে এক স’প থেকে অন্য স’পে স’ানান্তরের কাজ করছিলেন। মাটির স’পের উপরের অংশ না কেটে নিচের অংশ কেটে দ্রুত গাড়ি ভরাট করা হচ্ছিল। এসময় উপর থেকে মাটির স’প ধসে তিনজনের গায়ের ওপর পড়ে। ভাটার অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস’ায় সজলের মৃত্যু হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, মাটি কাটার সময় মাটির স’প ধসে পড়ে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছে।

 

Check Also

গাংনীর বামুন্দী-

গাংনীর বামুন্দী-বালিয়াঘাট সড়কে যান চলাচল বন্ধ। দুর্ভোগে লাখো মানুষ

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর  :   মেহেরপুরের গাংনীর বামুন্দী-বালিয়াঘাট সড়ক দীর্ঘ এক যুগেও সংস্কার না হওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *