Thursday , October 29 2020
Breaking News
Home / বাংলাদেশ / দুর্ঘটনা / কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৪

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৪

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ  : কুষ্টিয়ার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (২১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অনত্মত ৪ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার সকাল ১১ টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লক্ষ্মীপুর ১১ মাইল নামক স’ানে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স’ানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস ও ঢাকাগামী ইফাদ পরিবহনের অপর একটি যাত্রাবাহী বাস একে অপরকে অতিক্রমের চেষ্টা করে। এ সময় ১১ মাইল নামক স’ানে দুই বাসের মাঝে সিএনজি অটোরিকসা আটকে যায়। এ সময় বাস দুটি নিয়ন্ত্রন হারিয়ে রাসত্মার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে গড়াই পরিবহনের যাত্রী রবিউল ইসলাম রাসত্মার ওপর ছিটকে পড়েন। স’ানীয়রা গুরম্নতর আহত অবস’ায় রবিউল ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস’ায় তার মৃতু্‌্য হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকসার ৪ যাত্রী গুরম্নতর আহত নয়।

 

Check Also

গাংনীতে সড়ক দুর্ঘটনা

গাংনীতে সড়ক দুর্ঘটনার পর নিখোঁজ ভিক্ষুকের মরদেহ উদ্ধার

আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনীতে চিকিৎসা সেবা নিতে আসা নিখোঁজ ভিড়্গুক জোহরা খাতুনের(৬০) মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *