খুলনা ব্যুরো : খুলনা আলিয়া মাদরাসার আলীম পরীক্ষার্থী মো: ইয়াছিন আকুঞ্জি (১৮)। বটিয়াঘাটা উপজেলার নোয়ালতলা গ্রামের কৃষক ফেরদৌস আকুঞ্জির পুত্র। ছোটবেলা থেকেই উদ্ভাবনী চিন-া ধারা নিয়ে ধীরে ধীরে বেড়ে ওঠা ছেলেটি আজ আলীম পরীক্ষার্থী। শুধু পড়াশুনা নয় বর্তমানে একটি মসজিদে তারাবি নামাযও পড়ায়। পড়াশুনার পাশাপাশি সব সময় কিছু না কিছু নতুন তৈরী করার কাজে ব্যস- সময় পার করে। নতুন উদ্ভাবনী চিন-াধারার জন্য আজ তার নতুন আবিষ্কার মোবাইল সাউন্ড কন্ট্রোলার। মসজিদে অনেক সময় নামায আদায়ের সময় মানুষ ভুলে যায় তার মোবাইলটি সাইলেন্ট মুড করতে। যার ফলে নামাযের সময় সমস্যায় পড়তে হয়ে অনেককে। এরই সমাধান খুঁজতে গিয়ে ইয়াছিন তৈরী করে নতুন এক মোবাইল সাউন্ড কন্ট্রোলার ডিভাইস। এই ডিভাইসটি যদি মোবাইলে বসানো হয় আরেকটি ডিভাইস মসজিদে বাসানো থাকে তাহলে দুই ডিভাইস যখন নির্দিষ্ট কাছাকাছি আসবে তখনই মোবাইলে অ্যালার্ম বেজে উঠবে। আর এতে করে মানুষ তার মোবাইলটি সাইলেন্ট করার জন্য সজাগ হয়ে উঠবে।
ইয়াছিন আকুঞ্জি জানায়, তার এই মোবাইল সাউন্ড কন্ট্রোলার তৈরী করতে দুটি ব্যাটারী, এন্টিনা, ক্যাবল ও সুইচ ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি যদি সকল মোবাইলে ব্যবহার করা হয় বা কোম্পানী থেকে সকল মোবাইলে সেটিং করে ভবিষ্যতে বাজার জাত করে তাহলে বিশেষ বিশেষ স’ানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।