বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিলস্না প্রতিনিধি॥:কুমিল্লার চান্দিনায় লরি চাপায় সিরাজুল ইসলাম (৫৭) নামে এক কাস্টমস কর্মকর্তার মৃত্যু হয়েছে। সে দাউদকান্দি উপজেলার পালপাড়া গ্রামের হাজী আব্দুল গণির ছেলে এবং কুমিলস্না কাস্টমস এর চান্দিনা উপজেলা সার্কেলে কর্মরত ছিলেন। আজ বুধবার (৩১ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে করে কুমিলস্না হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট গোলঅম মোসত্মফা জানান, চান্দিনা-বাগুর বাস স্টেশান এলাকায় নিহত সিরাজুল ইসলাম বাস থেকে নেমে রাসত্মা পার হতে গিয়ে ঢাকা থেকে কুমিলস্না গামী একটি লরি চাপা দিলে গুরম্নতর আহত হয় সে। এসময় স’ানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস’্য কমপ্েরক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বারী উদ্দিন আহমেদ বাবর
কুমিলস্না প্রতিনিধি