kbdnewsডেস্ক : রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি উত্তাল হরদে নৌকা ডুবে যাওয়ায় কমপক্ষে ১৪ শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু ঘটেছে। তারা গ্রীষ্মকালীন একটি শিবিরে অংশ নিয়েছিল। রোববার তদন্ত কর্মকর্তারা একথা জানান।
রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র ভস্নাদিমির মারকিন জানান, ফিনল্যান্ড সীমান্তবর্তী সিয়ামোজারো হরদে রাতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
এক বিবৃতিতে মারকিন বলেন, তদন্ত কর্মকর্তারা ১৪ শিশুর লাশের পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ করেছেন।
তারা জানান, শিশুরা ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে জন্মগ্রহণ করে। তাদের মধ্যে কেউ প্রাপ্ত বয়স্ক ছিল না।
তিনি আরো জানান, এ মর্মান্তিক ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য শিবিরের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রাশিয়ার শিশু অধিকার রক্ষা সংস্থার পাভেল আস্তাকভ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, ওই শিশুরা লাইফ জ্যাকেট পরা ছিল না বলে ধারণা করা হচ্ছে। তারা ওই হরদের পাশে গ্রীষ্মকালীন একটি শিবিরে অংশ নিয়েছিল।
রাশিয়ার জরচ্রী মন্ত্রণালয় জানায়, দু’টি নৌকা করে শিশুরা যাওয়ার সময় তারা রাতে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে।