kbd desk:সাংবাদিক কামারুজ্জামান খানের মা মোছাঃ ছকিনা খাতুরেন দ্বিতীয় মৃত্যু বার্শিকি আগামী ২রা মে ২০১৬ ইং ’তিনি একজন প্রভাব সালি জমিদার নুরমহম্মদ মাল্লিকের প্রথম কন্যা ও ভারতের প্রভাব সালি জমিদার বংসের আলহাজ জহির আলী খান এর প্রথম পুত্র মোঃ আব্দুর রাজ্জাক খানের স্ত্রী,তিনি ৯১ বছর বয়সে মৃত্যু বরন করেন তিনার চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
তিনার বড় ছেলে দৈনিক জনতার বিশেষ প্রতিনিধি ও ডেইলি ইভিনিং নিউজ এর মোবাইল রিপোটার,মেহেরপুর প্রেসক্লাবের উপদেস্টা ও আনত্মরজার্তিক মানবাধিকার ও আইন সহায়ওতা কেন্দ্র আষক ফাউন্ডেশনের সভাপতি এবং kbdnes.com এর সম্পাদক।তিনি তাঁর মায়ের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
Check Also
গাংনীতে চিকিৎসার্থে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত
স্টাফরিপোটার : মেহেরপুরের গাংনীতে সমাজ সেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও …
Miss u lot nani, may Allah give u jannatul ferdaus.