মেহেরপুর সংবাদদাতা: মাতৃভাষা দিবস উদযাপনে মেহেরপুরে জাতীয় সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জাতীয় সাহিত্য পরিষদ, মেহেরপুর জেলা শাখা কার্যালয়ে পরিষদের সভাপতি প্রভাষক নূরুল আহমেদ এর সভাপতিত্বে ২১-এর ছড়া কবিতা আবৃত্তির আসর অনুষ্ঠিত হয়। কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন পরিষদের সাধারণ সম্পাদক নুর আলম, কবি বাসরি মোহন দাস, বিশিষ্ট কবি মীর রওশন আলি মনা, আবুল আহসান মঙ্গল , পরিষদের প্রচার সম্পাদক আবু লায়েছ লাবলু, কবি শফিকুর রহমান সেণ্টু, রফিকুল ইসলাম, কামরুল হাসান ও খলিলুর রহমান । এই সাহিত্য বাসরে স্থানীয় কবি সাহিত্যিকবুন্দ উপস্থিত ছিলেন।
Check Also
চরম বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ
K khan : টানা ৭ দিনের লকডাউন চলছে। আজ ষষ্ঠ দিন। বাসা থেকে বের হতে …